//অভিধান//


অভিধানে আছে মম অধিকার
এই অধিকার, সে তো সব্বার
আজ কেন নেই, এই অধিকারে দাবী!
এক অভিধান, সব ঘরে ঘরে
পাচ্ছেও শোভা, তাক ভরে ভরে
ঠিক যেমন পায়, গোলাপ টগর করবী।


শব্দের ছড়াছড়ি অভিধানে
প্রতি অক্ষর আছে সম্মানে
বিধি ও বিধান, অভিধানে সব স্পষ্ট...
প্রণালীবদ্ধ স্থান বিতরণ
বিক্ষোভ কারো হয় না স্মরণ
অভিধান খুলে দেখতে কেন যে কষ্ট!


অভিধান এক জ্ঞান ভান্ডার
অনুক্রমের উচিৎ আধার
না খুলেই, এই জীবনটা বেশ চলছে...
সব ভাষাতেই, আছে অভিধান
ভাষা থেকে ভাষা, অনুবাদে জ্ঞান
কম হলেও, কিছু লোক অভিধানে ডুবছে।


মোটা মোটা সব অভিধানগুলো
গ্রন্থাগারের অযাচিত আলো
অভিধান আজ পারেনা কাড়তে দৃষ্টি...
এসে গেছে যুগ সংখ্যাবাদের
মানুষ ভক্ত যত সহজের
বলতে কি পারি মোবাইল অনাসৃষ্টি!


রগরগে কোনো উপন্যাস নয়
অভিধান বই, বলতেও হয়
অভিধান চাই, বই রূপে তা তো চাই না...
অভিধান আছে, তাও থেকে যাবে
বছরে বছরে সংশোধন হবে
ভাষাবিদদের আসক্তি কমবে না।


সুবীর সেনগুপ্ত