//অভিমান কোনো কাজে নয়//


অভিমান করে অবিরাম ভুগে
দুর্বল যারা, মরছে এ যুগে
পাল্টাতে হবে এ নীতির ধারা
অভিমান করে কেন শুধু মরা!


কেন অকারণ ধিক্কার সহয়া!
অধিকার থেকে বঞ্চিত হওয়া
ভয় পুষে রেখে কেন দুর্বল!
কেন ভুগে ভুগে কেবল বিফল।


বলছি না আমি করতে দ্বন্দ
বলছি তো আমি, হয়োনা অন্ধ
কার অভিলাষ সাধারণ হয়!
পর এর চিন্তা ভাবনায় রয়।


সব সুন্দর হয় না কখনও
এ কথা মানতে হবেই, তা জেনো
বেশী নয়, চাওয়া যেটাই ন্যায্য
সহ্য কোরোনা যেটা অন্যায্য।


চোখ রাঙানীতে হলে পরে চুপ
বলা পাবেই না দৃঢ়তার রূপ
আর অভিমান, ঠেলে দাও দূরে
দুর্বলতাও যাবে দূরে সরে।


কাজে অভিমান পায় না তো স্থান
অভিমান হবে আড়ালে গোপনে
যাকে ভালবাসো তার উপরেই
করো অভিমান নিশীথ আঙ্গনে।


সুবীর সেনগুপ্ত