// অভিনয় আমি করতেই পারি //


অভিনয় আমি করতেই পারি
এমন ইচ্ছা, জাগাতেই পারি
নিষেধ আসার, রাস্তাই নেই
মন যে আমার, থাকে আড়ালেই।


প্রত্যেক মন, আড়ালেই থাকে
জানতে দেয় না, পরস্পরকে
কীসের আড়ালে! ধূর ছাই মাথা
অভিনয় করি, লাভে ভরি খাতা।


সকলেই করি, মনকে প্রকাশ
সে প্রকাশে থাকে, বিভিন্ন আশ
প্রকাশের বেশীটাই কি মিথ্যে!
জিজ্ঞাসা আছে, মম এই চিত্তে।


অভিনয়, হয়ে গেছে সহজাত
করেও পাই না, অনুতাপ স্বাদ
সম্পাদন হয়, এতই নিঁখুত
অভিনয় হয়, সততার দূত।


নয় নাটক, নয় যাত্রা জলসা
দৈনন্দিন, অভিনয়ে ঠাসা
কে করেনা, সংসারে অভিনয়!
সমাজে চলতে, করতেই হয়।


মহড়া, মনের ভিতরেই চলে
পরিচালনাও, নিজেরই কবলে
পরিবেশ দেখে, হয় অভিনয়
যত সাবলীল, তত প্রত্যয়।


অভিনয় মানে, মিথ্যা জাহির
মিথ্যা প্রচারে, থাকি ধীর স্থির
রক্ষা করতে, নিজ স্বার্থকে
অভিনয় করি, মান ধরে রেখে।


মানবতা রক্ষাতে অভিনয়
সেই অভিনয় গৌরবময়
যা বললাম, উদ্দেশ্যমূলক
কেউ বলবে না, আমি প্রতারক।


জীবন ধারণে, স্বার্থ প্রথমে
সদবিবেচক, তাঁরাও নিয়মে
আলাপনে, অভিনয় আসবেই
তার কিছু কিছু, গ্রাহ্য হবেই।


সুবীর সেনগুপ্ত