//অভিশাপ এক ব্যর্থ স্বান্তনা//


অভিশাপ দেয়, অভিশাপ পাই
পেয়ে কী যে করি, সেটা জানা নাই...
জিজ্ঞাসা করি, জবাব না পাই
তবে বলে রাখি, ভয়ে না জড়াই...
বহু অভিশাপ পেয়েছি জীবনে, সত্য
পেয়েও কিন্তু বুঝিনি কী এর অর্থ।


কথায় কথায় দিয়ে অভিশাপ
দাতার মুখে কী তৃপ্তির ছাপ!
ছাপ-কি-না-ছাপ, দাতাই বুঝুক
অভিশাপ দিয়ে কী পায় ভাবুক...
আমি তো বুঝেছি, অভিশাপ সব ভ্রান্তি
যে দাতা, হয়ত হারিয়েই ফেলে দান্তি।


অভিশাপ দিয়ে কিছুই হয় না
উপযোগী নয়, একটা বাহানা...
স্বান্তনা দেওয়া নিজের মনকে
সেটাও পায় না, মন যায় ঢেকে...
তবুও যে কেন অভিশাপ ছুটে আসে!
প্রশ্ন সেটাই, উত্তরও নেই অভিলাষে।


সুবীর সেনগুপ্ত