অবদান
-সুবীর সেনগুপ্ত-


এক মগ জল আমিও ঢেলেছি
এটাই আমার অবদান...
আসলে, এমন কেন যে ভাবছি!
এই ভাবনায় নেই মান।


এক মগ জল, ফেলেছি নদীতে
সেটা বহে যাবে সাগরে...
সেটাই আমার, অবদান ভাবি
ভাবনাটা হয় কি করে!


বাঁচার জন্য, কাজ করা হয়
এতে অবদান হয় কি!
অবদান নয়, এ তো প্রতিদান
প্রাণটা পেয়েছি, নয় কি!


আমাকে ছাড়াও, নদীটা বইবে
সাগর ধরাতে বাঁচবে...
এসব আমরা, করিনি সৃষ্টি
প্রকৃতি স্বাধীন থাকবে।


মান সম্মান, যদি পেয়ে যাই
একটা কাজেই কখনো...
খুশী বেড়ে যায়, তা তো নির্ভুল
এ যে সাময়িক, জেনো।


কাজ অবদান, হতেই পারে না
প্রতি কাজ সাধারণ...
অবদান বলা যাবে নিশ্চয়ই
করলে অসাধারণ।


কার অবদানে, কে থাকেই বেঁচে
এসব ভাবলে, বোকা...
আমি কার, অবদানে বেঁচে আছি
ভাবলে কি হবো চোখা!


সকলের আছে, কিছু অবদান
ভাবলেই চোখে পড়বে...
বেশী অবদান, নিয়েও কি কেউ
অক্ষয় হয়ে থাকবে!