থাকবে না রাত অবধারিতই
মানুষের পাশে চিরতরে
অবধারিতই চলে যাবে দিন
কর্মে কিংবা অবসরে|


লাগবে না কাজে অবধারিতই
আমার বুদ্ধি প্রতিকারে
অবধারিতই ধরা হবে ভুল
মানুষজনের সংসারে|


তুমি যা বলবে অবধারিতই
শুনেও ভুলবে লোক পরে
অবধারিতই কিছু প্রতিরোধ
আসবে সামনে পথ ধরে|


অবধারিতই ছুটবে ভাবনা
কল্পলোকের অগোচরে
ভাবনা হারাবে অবধারিতই
তবুও ভাবনা মন ভরে|


পাকবে বুদ্ধি অবধারিতই
জীর্ণ হলেই যাবে মরে|
অবধারিতই অতীত হারবে
ভবিষ্যতের সাথে লড়ে|


অবধারিতই হবে না তো জ্ঞানী
প্রতিটি মানুষ চরাচরে
বোকাও হবেনা অবধারিতই
করবে বিরোধ দরকারে|


মানবে না মন অবধারিতই
ক্ষতির সংখ্যা বারেবারে
অবধারিতই চাইবেই যেতে
পূর্ণ লাভের দরবারে|


অবধারিতই সবাই চাইবে
কিছু ভালবাসা সব ঘরে
সবাই পাবেনা অবধারিতই
নেবেও তৃপ্তি মেকী ধরে|


বয়স বাড়বে অবধারিতই
সব্বার এক গতি ধরে|
অবধারিতই শংকিত হয়ে
শখগুলো সব যাবে উড়ে|


আশা হারাবে না অবধারিতই
বিলাস থাকবে মন জুড়ে
অবধারিতই থেমে যাবে প্রাণ
কে কোথায় যাবে পরপারে!