কেন অবসাদ, আমি যে জেনেই ফেলেছি
অবসাদ আর বিষাদ, রেখেছি দূরে
বিহগের স্বাধীনতা দেখে, আমি শিখেছি
কি ভাবে জীবন করা যায় ফুরফুরে|


সবাই জেনেছি, সবার জীবন সাময়িক
কি আর আনব সারাদিন ঘুরে ঘুরে!
সামান্যতেই এ জীবন চলে যায়
প্রচুর, অনেক, রেখেও দিয়েছি মুড়ে|


কিছু হারালেই বিষাদের আগমন
অসফলতায়, অবসাদ আসে উড়ে
অতি সামান্য, কথায় মনোমালিন্য
বিষাদের স্বাদ, সহজেই যায় জুড়ে|


অবসাদ নিয়ে কে আর ভাবেই বলো!
সে যেই হোক, পল্লী কিংবা শহরে
কিন্তু জড়িয়ে, ধরে বসে অবসাদ
যে অবসাদ, করে মন নড়বড়ে|


সকলে করছি কর্ম, একটা কারণে
আর সে কারণে, জয় ভাবনার ঘরে
এ তো স্বাভাবিক, পরাজয় এসে যায়
অবসাদ নিয়ে, ক্ষতি করি বারেবারে|


ক্রমাগত, হাসিখুশীতে কি থাকা যায়!
নিশ্চয়ই থাকা যায়, এই চরাচরে
অনেকেই আছে, অনেকে করছে চেষ্টা
সব চেষ্টাও, যায় না তো উড়ে ঝরে|


অবসাদে নেই স্বাদ