//অবসরে ভাবনা//


কবির কল্পনাতে
নানা রঙে আল্পনাতে
ফুটে ওঠে ভাব ও ছন্দ...
অজানা ও অচেনাতে
দ্বিধা জাগে ভাবনাতে
পরিচয় হলে হয় আনন্দ।


একাকীতে বেদনায়
ছেয়ে আসে তন মন
জীবনটা হয় যেন বিস্বাদ...
বিরহের পরে আসে
মিলনের কলতান
ভরে যায় সব আশা সাধ।


দিন দিন প্রতিদিন
জ্বলে ওঠে দিবাকর
নিয়ে আসে নতুন প্রভাত...
বিহঙ্গের কলরবে
ধরণীতে সাড়া জাগে
দিনান্তে ছেয়ে আসে সঞ্জাত।


বরষার আগমনে
গ্রীষ্মের অবসানে
চোখে মুখে স্বস্তির ছায়া...
শিশুদের কলতানে
মন অতীতের টানে
সুখ-স্মৃতি নিয়ে শুধু মায়া।


মাতৃত্বের স্বাদ আনে
রমণীর পূর্ণ রূপ
তৃপ্ততায় আনন্দচ্ছ্বল...
জীবনের শেষ ধাপে
স্মৃতির অতলতায়
অতীতের হয় কোলাহল।


সুবীর সেনগুপ্ত