রঙ্গীন বাতাস, দিয়েছি তোমায়
যা তুমি কখনো, বুঝতে চাওনি
চেয়েছিলে তুমি, ঠান্ডা বাতাস
যা আমি তোমায়, দিতেও পারিনি|


জমিয়ে রেখেছো, ক্ষোভ আর ক্ষোভ
স্মরণে রেখেছো, যা দিতে পারিনি
ভুলেও গিয়েছো, যা দিতে পেরেছি
তা নিয়ে ভাবনা, গভীর হয়নি|


তুমি যা বুঝেছো, এ জীবনটাকে
আমি তার কিছু, বুঝতে পারিনি
আমার ধারণা, তোমার মনেতে
একটুও ছাপ ফেলতে পারেনি|


তবুও থেকেছি, দুজনেই সাথে
তা নিয়েও কেউ, প্রশ্ন তুলিনি
সময় কেটেছে, কেটেছে বছর
হিসেবে রাখার, চেষ্টা করিনি|


তুমি কি ভেবেছো, আমি কি ভেবেছি
দুজনের কেউ, জানতে পারিনি
মতভেদ ছিল, থেকেও তো গেছে
ব্যাস এইটুকু, কলহ হয়নি|


তুমি সহে গেছো, আমি সহে গেছি
কে বেশী সহেছি, জানাও যায়নি
যার যেটা কাজ, করেও গিয়েছি
কাজ নিয়ে রাগ, ফুটিয়ে তুলিনি|


সূর্যের তাপ, একই তো রয়েছে
পাল্টে যাবে যে, জীবন ভাবিনি
তুমিও মেনেছে, পরিবর্তন
বুঝতে পেরেছি, কথা তো হয়নি|


ইতিহাস মনে, রাখতে চাই না
লেখার কথাও, কখনো ভাবিনি
তোমার ভাবনা, না জেনেই যাব
অদ্ভুদ এই, জীবন কাহিনী|