ছিনতে পারেনি, শুধু চেয়েছিল
জানতে দেয়নি চাওয়ার কারণ
আমিও দিইনি, দিতে যে চাইনি
করেছি কি ভুল! মানে না তো মন|


চাওয়া নয় দোষ, জানি সব্বাই
না দিলে কি দোষ!কখনোই নয়
চাইলে, কারণ বলা প্রয়োজন
দেব কি দেব না, ইচ্ছার জয়|


শুধু চাইলেই, যদি পাওয়া যেত
তবে তো চাইত, প্রায় সকলেই
চাইলেই পাওয়া, না চাইলে নয়
তাও নয় ঠিক, আমি অবগত|


পরিশ্রমের পরে পাওয়া যায়
উত্তরাধিকার সূত্রেও পাই
কিছু পাওয়া যায় উপহার থেকে
কুড়িয়ে পাওয়ার কথা আলাদাই|


পাওয়ার রকম সবই তো ভিন্ন
কোনো পাওয়া হয় অধিকার থেকে
আর কোনো পাওয়া দয়ার ঘরেই
সেই পাওয়া হয় অনুরোধ থেকে|


চুরি করে আর ছিনতাই করে
কত লোক কত কিছু পেয়ে যায়
সুস্থ মনের তা নয় কামনা
অযাচিত পাওয়া তাও হয়ে যায়|


সুপ্ত মনের মাঝে পাওয়া ঘোরে
আচানক কিছু হাতে এলে খুশী
এমন পাওয়া তো অতি দুর্ল্লভ
যা আসে সেটাই মনে হয় বেশী|


চেয়ে চেয়ে নেব, ভাবনা কি ভাল!
ভাল ভাবলে তো চাইতাম শুধু
চাইবার অধিকার গড়া চাই  
অধিকার থেকে পাওয়া হবে মধু|