অগ্রগতি
পায়ে পায়ে হেঁটে, চলে গেলে আগে
হবে কি অগ্রগতি!
শরীর এগোবে, মানবে কি, সেটা
হয়েছে অগ্রগতি!


মনটাকে, যদি নিয়ে যাই আগে
তবে কি অগ্রগতি!
সেটা করা যায়, এক স্থানে থেকে
হয় না অগ্রগতি|


কিনে অসংখ্য সামগ্রী সব
হয় না অগ্রগতি
অনেক মানুষ কিনতে তো পারে
কোথায় অগ্রগতি!


সকলেই চাই, এগোতে আগেই
পাই কি অগ্রগতি!
সবার এগোনো, নিজ নিজ মতে
ভেবে নিই অগ্রগতি|


অগ্রগতির, আসল মানে কি
বাড়ানোই সম্প্রীতি!
নাকি জমা করা, শুধুই অর্থ
আর করা রাজনীতি!


অগ্রগতির অর্থ কি, ভাবি  
নয় কি জ্ঞানের বৃদ্ধি!
জ্ঞান বাড়িয়েই, হচ্ছে সবার
আসল অগ্রগতি|


যার যা ভাবনা, তাতেই মজবে
সেটাতেই প্রতীতি
গেলে বহু আগে, আসতে কি পারে
কিছু কিছু দুর্গতি!


জীবনের চলা কেবল আগেই
ভাবলেই, তা বিশেষ
সীমার অন্তে হিসেবে যে নেই
অগ্রগতিও শেষ|