তুমি বলে যাও প্রসঙ্গহীন কথা
আমি শুনে ভাবি, কেন বলে যাও অযথা


কখনো যদি বা  উল্লেখ করি আমি
আমার কথার হও না তো অনুগামী|


স্বীকার করো না কথায় নেই প্রসঙ্গ
কত যে বোঝাও নাচিয়ে দুলিয়ে অঙ্গ|


'ফুল সুন্দর, হাওয়াতেই দুলে ওঠে
'সকলের হাসি চোখে মুখে ফুটে ওঠে'|


তোমার কথায় হতে পারে আলোচনা
তুমিই চাও না সেটা হোক একটানা|


এটা কি তোমার নাছোড়বান্দা অভ্যেস!
তবে নির্জনে এরকম কথা করো পেশ|


পাগল যে নও, তাতে নেই সংশয়
কিন্তু পেয়েছ বাচালের পরিচয়|


কথা তো পারেনা মেটাতেই কোনো ক্ষুধা
নিশ্চয়ই পারে ঢেলে দিতে কিছু সুধা|


অযথা কথার মধ্যে এ সুধা নিশ্চল
অযথা কথার মধ্যে ফোটে না শতদল|


তুমি কথা বলো, এটাই তো আমি চাই
ছিটকে যেয়ো না, বিষয় যে হারাবেই|


বিষয়ে না হলে, কথা হয়ে যাবে আড্ডা
অন্তে সে সব কথা খুঁজে নেবে গাড্ডা|


তুমি কি জানোনা অযথা কথা আওয়াজ!
এ সব আওয়াজে পড়ে না যে কোনো বাজ|


অনেক বলেছো, বলবেও আরো কথা
কথাই যে সব কাজের মুখ্য মাথা|


কথা প্রসঙ্গে, মানেই লক্ষে তীর
সে তীর থামাতে পারবে না কোনো বীর|


কথা কম করো, শুধু শোনো কিছুদিন
প্রসঙ্গ কি, বুঝবেও তুমি প্রতিদিন|


সুন্দর কথা প্রসঙ্গে হবে নিরুপম
এই ভাবনাতে ডুবে বলি কথা কম কম|