অযথা শুনতে চাই না।
।।সুবীর সেনগুপ্ত।।


বসে বসে শোনা, দাঁড়িয়েও শোনা
চলমান হয়ে শোনা
কান দুটো কেন বন্ধ হয় না
কি করে যে যাবে জানা!


যেখানেই থাকি, হবে শুনতেই
ইচ্ছা অচল থাকবে
চলে গেলে দূরে, শোনা বাদ যাবে
ভাবনার ইতি হবে।


দূরে চলে যাওয়া, কত দূর যাওয়া!
বলছ কি জঙ্গলে!
জঙ্গলে গেলে, শুনতে হবে না
কথা সব এলেবেলে।


দূর মানে, সে তো জঙ্গল নয়
দূরে কোনো লোকালয়
সেখানেও কথা, দিতে পারে ব্যথা
হয়ে গেলে বিনিময়।


কথা বিনিময়, না হলেও শোনা
সেটাই গুপ্ত থাকেনা
শুনতে যা হবে, তা তো শুনবই
অযথা শুনতে চাই না।


অযথা শোনার পরে মনে হয়
বলে ফেলি কিছু অযথা
যদি বলে ফেলি, তার পরিণাম
অনুমানে আছে গাঁথা।


ঘুমিয়ে পড়লে, শুনতে হয় না
কথা যদি হয় ধীরে
যারাই বলছে, তারা কি যাচ্ছে
শিষ্টাচারের গভীরে!


জন্মের থেকে, শোনা শুরু হয়
সমাপ্তি হয় মরণে
কি উপায়ে আমি, করি প্রতিবাদ!
প্রাণ চঞ্চল ভূবনে।


ধরণী ছাড়লে, গেলে মহাকাশে
শোনা থেকে পাবো নিস্তার
এ উপায়, মোক্ষম হলেও নেই
জনতার অধিকার।