করার কথা ছিল না তো
দেখার কথা ছিল
দোষটা দিয়ে ঝগড়া কেন!
ইচ্ছেটা কি বলো।


বলবে না যে, তাও তো জানি
জানো, তোমার ভুল
তাই তো আছ চুপটি করে
নরছ না একচুল।


ঝগড়া করতে ভালবাসো
এটাই তোমার স্বভাব
সুযোগ খোঁজার বুদ্ধিও নেই
জ্ঞানের বড় অভাব।


ঝগড়া করে পাও কি কিছু!
সেটাই জানতে চাই
এর উত্তর জানাও আছে
ঝগড়াতে লাভ নাই।


থামাচ্ছি না বলেই ফেলো
ঝগড়া কেন করো!
না দেখাতে পারলে কারণ
হারটা স্বীকার করো।


হার মেনেছ, আর কথা নয়
করই না প্রতিজ্ঞা
দোষ দেবে না কারণ ছাড়া
করবে না অবজ্ঞা।


দোষ দেওয়া তো খুবই সহজ
দিলেই দেওয়া যায়
অকারণের দোষ গুলো সব
মূল্যবিহীন হয়।


সত্যি করে ভুল যদি হয়
দেখাও না সেই ভুল
যে করেছে, বুঝতে দাও না
হয়ত পাবে কূল।


তোমায় তো কেউ দিচ্ছে না দোষ
ভূগছ কেন রাগে!
রাগ যে মনের বিশাল শত্রু
জানতে হবেই আগে।


রাগ দিয়ে ভুল বেড়েই যাবে
বাড়বে বিবাদ সাথে
অভিপ্রায় যা,হারিয়ে গিয়ে
জীবন দুখের পাতে।