সেদিন যাইনি তোমার কাছে
যাওয়ার কথাও ছিলনা…
কেন তুমি রাগ করেছিলে, বলো!
তা কি অকারন ছিল না?
সেই রাগ যদি ছিল ভালবাসা
উচিৎ ছিল তো, বোঝানো…
তখন তুমি তো, বোঝাতে পারনি
কথাও বলনি কোনো৷
কি ভেবেই তুমি, করেছিলে রাগ
সেদিন জানতে পারিনি…
অকারণ রাগ, করেছিলে তুমি
সেটাকে মানতে পারিনি|
কি আর করার, ছিলই বলোতো
ভাবনাতে কিছু আসেনি…
তাই চলে গিয়েছিলাম দূরে
তুমি ও থামাতে চাওনি!
দূরে চলে গেছি, যোগাযোগ নেই
সময় অনেক মরেছে…
ধীরে ধীরে তুমি হারিয়েও গেছ
সেই জায়গাও ভরেছে|
তুমি যে আমাকে ভুলতে পারনি
সেটা আজকেই জানলাম…
আর কিছু নয়, চকিত হয়েছি
ইতিহাস আমি ভুললাম|
ডেকেছ আমাকে, কেন জানাওনি
জানতে সেটাই চাইছি…
জানার পরেই, বিচার করব
তোমাকেই আমি বলছি|
সমীহ করেই বলছি তোমায়
দেখা না হলেই ভালো…
জটিল কোরনা জীবনটা আর
জীবনে সহজ ঢালো|
এখনোতো  চাই, তুমি ভালো থাকো
বলার কারণ খুঁজো না…
সাধারণ হয়ে ভালো থাকা যায়
একবার এটা মানোনা|
আর কিছু নেই, বলার আমার
থাকছি অপেক্ষাতে…
জানাতে পারবে! তুমি ভালো আছ
অদূর ভবিষ্যতে!
সুবীর সেনগুপ্ত