//অকিঞ্চিতকর পারাপার//


সত্তর পার করেও চলেছি
চলারই তো কথা, নয় কি!
কত পার করে আর চলব না!
অনুমানে আছে, ভয় কি।


কত কত পার, আনবে ওপার
এই জিজ্ঞাসা অবিরাম
প্রশ্নের পরে যে জবাব পাই
কক্ষনো নয় ছিমছাম।


সত্তর রেখে পিছনের পানে
পৌঁছেছি একশতে
মম ভাবনায় ওপার কি নেই!
হয়ত রাখিনা সাথে।


এখন এপারে, তাই ভোগ করি
এপারেই রাখি মন
ওপারে যখন রাখব দুই পা
ওপার ভোগের ধন।


এপার আমার, ওপার তোমার
নাকি সকলের দুই পার!
সত্তর আশি শুধুই সংখ্যা
অকিঞ্চিতকর পারাপার।


পরের দশক দেখব যখন
একই কথা বলে থাকব
যদি নাই পারি বলতে তখন
জানিনা কী আমি লিখব।


সুবীর সেনগুপ্ত