//অকথ্য//


অকথ্য হলেই কি
হবে সেটা অসত্য!
কেউ কি বলবে নাকি
এ তো ধারণাতীত।


বলতেও পারে কেউ
অকালকুষ্মন্ড
অকথ্য কথাগুলো
দেয় না আনন্দ।


যে কথা অকথ্য
বলা নয় নিত্য
কদাপি কি বলা যায়!
জিজ্ঞাসা রিক্ত।


অকথ্য কথা যত
বলা নিষ্প্রয়োজন
আর বলে ফেললেই
তার সাজা প্রয়োজন।


অকথ্য বা কথ্য
সবই কথা নয় কি!
কথা হলে বলা হবে
ভাবনাটা ভুল কি!


অকথ্য অশ্লীল
অশ্রাব্য অশোভন
অভব্য অশালীন
মান্যতা দেয় মন।


যে যে কথা অকথ্য
সরাসরি না বলে
পরোক্ষে বললেই
বিতর্ক আড়ালে।


যারাই বলতে থাকে
অকথ্য কথাগুলো
অজান্তে তারা ছোঁড়ে
নিজেদের চোখে ধুলো।


সুবীর সেনগুপ্ত