//অলিখিত ইতিহাস কার ধন!//


বিধাতার আঙিনায়
থেমে থাকা বাগিচায়
নীরবেই ফুটে ওঠে কত ফুল...
বহু কথা বিনিময়
দেখানো হয় বিনয়
বিনয়বিহীন কথা প্রতিকূল।


নিরিবিলি বিছানায়
একাকীতে মন ধায়
নব নব স্বপনের পিছনে...
অজানার সীমানায়
হারিয়ে যাবার ভয়
ভাবনায় ভাব আনি অনুমানে।


ভাবনার আয়নায়
প্রতিফলনের দায়
তারই হয় যার এই ভাবনা..
জেগে ওঠা চেতনায়
চার চাঁদ ছুটে যায়
গড়ে শত অপরূপ কল্পনা।


ভাসিয়ে মন ভেলায়
অদৃশ্য নিশানায়
গতিহীন শরীরের স্পন্দন...
অনুভূতি ভাষা পায়
সময় কাজে লাগায়
ছুটে আসে তৃপ্তির প্রলোভন।


অনিয়ম মন চায়
করে নেই সংশয়
আনন্দ খুলে দেয় আবরণ...
অবকাশ এসে যায়
স্মৃতিগুলো সাথ দেয়
অলিখিত ইতিহাস কার ধন!


সুবীর সেনগুপ্ত