লেখার ভারে হইনি আমি ন্যুব্জ
করতে হয়নি সহন কর্ম ভার
হয়নি মিলন সেবার ভারের সঙ্গে
তাই করেছি জীবনটাকে উহ্য|


উহ্য হলেও জীবন চলতে চাইছে
থামিয়ে দেওয়ার ইচ্ছাতে নই রাজী
যেমন যেমন আসছে জীবন সামনে
তেমন তেমন এই জীবনটা চলছে|


লেখার কোনো চাপ নেই, তাও লিখি
কাজের তাড়া নাই, তাও কাজ করি
একটু সেবা কাজ থেকে হয়, বুঝি
সেটাই ভালো, জীবনও নয় দুখী|


কোথায় আমার আগ্রহ সংগ্রহে!
কিন্তু কিছু জিনিস আছেও ঘরে
চিন্তার ভারে হয়েও গেছি মুগ্ধ
তৃপ্তি ধরে বেশ আছি এই গ্রহে|


অল্প স্বল্প কাজ ভরা এই জীবন
বেশী কাজের পীড়ন রাখি দূরে
আসেও না তো অনুশোচনার স্পর্শ
অল্পের ভারে কুটির তপোবন|


লোভ যা আছে, তা তো টাকায় নয়
সম্যক লোভ, গভীর চিন্তা জুড়ে
আমার উপলব্ধি কেবল বলে
অল্পপরিমাণেই সুখের জয়|


জীবন মরন নয় চেতনার অধ্যায়
বিবেচনায় অচেনা সব ক্ষণ
প্রতি ক্ষণেই নবাবিষ্কৃত ভাবনা
এই তো আমার আসল অভিপ্রায়|