//অনেক আসন কেন চাই!//


এক আসনে বসে বসে
আর ভালো লাগে না
আরেকটি আসনের
ঠিকানা যে জানিনা।


সবাই চাইছে পেতে
দুই নয় তিন নয়
অনেক আসন হোক
তাই আছে ইচ্ছায়।


আমিও তো সেই দলে
হতে চাই আলাদা
দ্বিতীয় আসন পেলে
চাইব না আর, দাদা।


দ্বিতীয়তে মশগুল
হলে পরে কিছুদিন
মনটা বদলে যায়
খুঁজতেও থাকে তিন।


আসনের আশ নিয়ে
চলছে সকল প্রাণ
কেউ পায় বেশী বেশী
কারো পাত টানটান।


মনটাকে খুশী রাখা
ভীষণ কঠিন কাজ
ভাবতে চাই না আমি
বেশী আসনের তাজ।


এক আসনে বসে আছি
এতে খুশী হয়ে যাই
অন্যরা কটা চায়
জানার ইচ্ছা নেই।


অনেক আসন যার
সে কি থাকে খুব সুখে!
মনে তো হয় না তাই
আসনেই সুখ ঢাকে।


সুবীর সেনগুপ্ত