নয় সাধারণ, তাই তো অসাধারণ
জীবনটা তার ভীষণ নিরত বন|


তারও তো সেই শুধুই একটি মন
সে মন ভাবছে, ভাবছেই অনুক্ষণ|


ভাবনার থেকে কাজের উদ্ভাবন
আর কাজে ডুবে চলছে তার জীবন|


তার চাওয়াতে কাজই কেবল ধন
এই ধন তার ভীষণই প্রয়োজন|


কাজ থেকে আয়! নয়ত মনের পণ
তার ইচ্ছাতে থাকনা খুশীর আলোড়ন|


কোথায় যে খুশী! নেই তো অন্বেষণ
খুঁজবেই কেন! খুশীই তো জীবন|


সে তো পেয়ে গেছে অনুপম এ জীবন
খুশীতে উপচে পড়ছে তার জীবন|


যত অঙ্গের রয়েছে তার সাধন
সেগুলোকে কাজে লাগালেই বিনোদন|


লোকে বলে বেশী কাজ বুদ্ধুর আচরণ
তার কাছে কাজ একান্ত অতি প্রিয়জন|


কেন লোকে বলে তাকেই অসাধারণ!
তার মাথায় তো ঢোকে না এই কথন|


সে তো কাজ করে, সব রকমের কাজ
আনন্দ তার জীবনে করে বিরাজ|


কাজ আর জীবন, ভাবে সে পরিপূরক
সাবলীল ভাবে করে কাজ অসংখ্যক|


কর্মবিহীন ক্ষণ সে ভাবতে পারেনা
কর্ম করতে অভিযোগ সেও করেনা|


যে যাই বলুক, সে নয় অসাধারণ
সে তো সাধারণ, কাজই অসাধারণ|


অসাধারণের মাপকাঠি যদি কাজ হয়
সকলেই যেতে পারে তো এই ধারায়|


তার ধারণাকে করেও নিয়েছে মুখ্য
এই ধারণাও দিচ্ছে না তাকে দুঃখ|


অনেক কাজের ভীষণ প্রয়োজন|