অনেক অনেক
।।সুবীর সেনগুপ্ত।।


অনেক কাঁদিনি, অনেক হাসিনি
'অনেক'র মাঝে, ডুবতে চাইনি।


'অনেক' শব্দ, জেনেছি যখন
অল্পের আলো, ফুটিয়েছে মন।


অক্লেশে পাই, অনেক স্বপন
মেলানো মেশানো, ছবির গঠন।


রবির তাপেই, পুড়ে যায় ছবি
হারিয়েও যায়, মালতী করবী।


অনেক আশায়, ডুবলে হৃদয়
তার থেকে মন, ছাড়া পেতে চায়।


তপনের আলো, অনেক পেয়েছি
সেই আলোতেই, মন সাজিয়েছি।


অনেক আহারে, মনটা রাখিনি
কিনতে গিয়েও, অনেক কিনিনি।


অনেক ভাবিনি, এটা বলব না
ভাবনা নিয়ে কি, হয় আলোচনা!


অনেক সুখের, মধ্যে যাইনি
তবে আমি সুখ, ত্যাগও করিনি।


অনেক রাত্রি, জাগতে চাইনি
প্রয়োজনে জেগে, কাজকে ছাড়িনি।


অনেক প্রশ্ন, আমি তো তুলেছি
তোলবার আগে, তা নিয়ে ভেবেছি।


অনেক সাধনা, করতে পারিনি
পারিনি, কিন্তু দমে তো যাইনি।


অনেক বর্ষা, ভীষণ চেয়েছি
শীত অনেক হলে, দূরেই গিয়েছি।


অনেক দুঃখ, চাইতে হয়নি
এসেছেই কাছে, ঠেকানো যায়নি।


অনেক ধারণা, চাওয়াতে কি দোষ!
পেয়ে করা নয়, কোনো আপসোস।


অনেক বন্ধু, কখনো চাইনি
পূর্ণ আশাতে, অবাক হইনি।


অনেক চরণ, অবাধে ছুঁয়েছি
ছুঁয়ে ছুঁয়ে আমি, মন জুড়িয়েছি।


হিজিবিজি আমি, অনেক লিখেছি
লিখব না কেন! খুশী যে হয়েছি।


কত যে লিখব, 'অনেক'কে নিয়ে
শেষ পাবো নাকি, সামনে এগিয়ে!


আর অনেক নয়, শেষ হোক কবিতা
এ তো নয়, শেষ কবিতার পাতা।