অঙ্গীকারের বিকল্প নেই।
  ।।সুবীর সেনগুপ্ত।।


আজ নয় কাল হবে, তাই তো শুনেছিলাম
'কাল' এসে চলে গেছে, হয়নি জেনেছিলাম।
'কাল' হলো 'পরশু', তাও এলো আর গেলো
যেই না খুলেছি মুখ, রাগে চোখ লাল হলো।
বললো কি শুনলে তো, হাসবে না কাঁদবে
'হয়নি তো হয়েছে কি'! রয়ে সয়ে হয়ে যাবে।
'বাঃ বাঃ কি চমৎকার, তোমার তুলনা নেই
হও না আমার গুরু, যা বলবে তা শুনবই'।
বাঁকা মুখে বলল সে, 'রাগ কেন করছেন
রাগ দেখিয়ে কাজ, হয়ে যাবে ভেবেছেন!'
মনে মনে ভাবলাম, অসভ্য জানোয়ার
এঁদেরকে দেওয়া নয়, আর কোনো অধিকার।
'দিন দিন দিয়ে দিন, পয়সা ফেরত দিন'
মেকী হেসে বলে দিলো, 'কাল কাজ নিয়ে নিন'।
মিথ্যেই বললাম, প্রয়োজন ফুরিয়েছে
যাকে দেওয়ার কথা, সে তো দূরে চলে গেছে।
কি আর করবে সে, ফেরত দিতেই হলো
এর সাথে লেনদেন, পাকাপাকি শেষ হলো।


কি করে চিনব লোক! কথাই তো মানবো
কথার খেলাপ হলে, পরে ভূঁয়ো জানবো।
মানুষকে জানা যায়, শুধু তার ব্যবহারে
কিন্তু সে ব্যবহার, বদলে তো যেতে পারে!
বদলাবে, বদলাক, তাতে আপত্তি নেই
বদলানো হয়ে যাক, কিছু আরো ভালোতেই।
শতকরা কতজন, ভঙ্গ করে না রেখা!
একজনও পাই যদি, তাঁর কাছে কিছু শেখা।


অঙ্গীকারের নেই, কোনোই বিকল্প
বিকল্প খুঁজে পেলে, তা কি নয় গল্প!
যেমন চলতে হবে, সত্যের পথ ধরে
কথাও রাখতে হবে, একবার দিলে পরে।