//অনিশ্চিতের নাম হলো 'যদি'//


যদি প্রাণ আর তান এক হতো
ধ্বক ধ্বক ধনি সবাই শুনতো
শুনলে কি খুব ক্ষতি হয়ে যেত!
নাকি লাভ করে মানুষ হাসতো!


দুই অক্ষরে শব্দটা 'যদি'
ভবিষ্যত বা অতীত দরদী
বাস্তব থেকে অল্পই দূরে
প্রতিষ্ঠা হয়'যদি'নিরবধি।


'যদি'ও 'শর্ত' ভাই-ভাই নাকি!
এটা ঠিক, তাই আমি বলে থাকি
ব্যাখ্যা করতে হবে না কষ্ট
যদি বলো, তবে রাখব না বাকী।


যদি সুর থাকে, তবে হবে তাল
যদি হয় ভুল, তবে খাবে গাল
যদি মন বলে, তবে হবে করা
'যদি' ভাবনায় আশা ভরা জাল।


উদ্ধৃতি করে বারবার 'যদি'
প্রকাশ হয় না নিশ্চিত বিধি
'যদি' মানেই কি অনিশ্চয়তা!
অপেক্ষা করা প্রায় শেষ অবধি।


ভাবতেই পারি 'যদি' অনুমান
অনুমানে থেমে যায় সন্ধান
তাও ব্যবহারে 'যদি' আধিক্য
'যদি'দিয়ে বাড়ে বাহানার মান।


'যদি' শব্দটা যদি না থাকতো
তার বিকল্পে কিছু তো আসতো
'যদি' উপযোগী অনেক ক্ষেত্রে
'যদি' ছাড়া কথা বহু দূর অস্ত।


সুবীর সেনগুপ্ত