//অনন্ত অবকাশ অবসরে//


আজকের তপনের
শিখাগুলো বরণের
দিনটাও স্মরণের
আমার ভাব সুখের
আজ আমি আছি বেশ উল্লাসে...
আজকের সময়ের
মানে নেই এ মনের
কাজ হয়ে গেছে ঢের
অবসর অলসের
নিয়ম হারিয়ে গেছে বিশ্বাসে|


ওঠা নেই ঘড়ি ধরে
উঠছিও দেরী করে
তাড়া ত্বরা গেছে দূরে
সব করি ধীরে ধীরে
এখন ভাবতে পারি উলোটপালোট...
খোলা পাতা জীবনের
আজ থেকে স্বপনের
শীতলের গরমের
হবেনাও শরমের
রোজ নামচায় ভুলে আসবে না চোট|


এখন শখের তাড়া
সময়ের স্বাদে ভরা
নেই বাহানার ধারা
সব কিছু ছাড়াছাড়া
খাওয়া ঘুম হতে হবে নিশ্চিত...
এখন আপন-ভোলা
জীবনের পাতা খোলা
দোলনায় বসে দোলা
সুখের আমেজ নিয়ে গাই গীত|


বয়স সাতাশ ছিল
পেশা এসে জুড়েছিল
কাজে মন বসেছিল
চাপ ধীরে বেড়েছিল
পঞ্চাশোর্দ্ধ পরে জেগেছিল বিদ্রোহ মনে...
খাড়া বড়ি থোড় খাড়া
নীরস জীবন ধারা
আদেশ পালন করা
বিষন্নতায় সাড়া
এ সব ঠেলেছি আমি দূরের গগনে|


আজ থেকে আমি রাজা
নিজেই নিজের প্রজা
যা করি তাতেই মজা
কিছুতেই নেই সাজা
সকাল কোথাও নেই, হিসাবের ঘরে...
বিচারে জীবিকা নেই
আয়ের পথ খোলাই
কর্ম স্বীকৃতিতেই
কিছু কম তাই সই
অনন্ত অবকাশ এসে গেছে দ্বারে|


সুবীর সেনগুপ্ত