//অনন্য এক সাথী রাত্রি//


রাত্রি দেখছি, দেখতেই পারি
এ কাজ হয়না কিছুতেই ভারী
কেন দেখছি তা প্রশ্ন হয়না
দেখার ইচ্ছা ভুলও হয়না।


সবাই দেখতে পারে রাত্রিকে
থাকতেও পারে, রাত্রিকে মেখে
রাত্রি মাখে না, শুধু আলো খোঁজে
আলো না থাকলে, ঘুমে চোখ বোজে।


আবাহনহীন, রাত্রি তো আসে
আমি জাগি, নিয়ে রাত্রিকে পাশে
একসাথে হয়ে যায় বিনোদন
রাত্রির সাথে করি আলাপন।


রাত্রির কালো রূপের ভিতরে
অজানাকে ছুঁয়ে, যাই বারে বারে
প্রত্যুষে আলো সরায় রাত্রি
তখনই তো হই, ঘুমের যাত্রী।


রাত্রিকে আমি বানিয়েছি সাথী
করতে পারিনা তার তো আরতি
ছেড়ে যে যাবে না, নেই সংশয়
মনেও জাগে না, কোনো বরাভয়।


আজকে রাত্রি, কালকে রাত্রি
কোনোটাই নয়, দাতা বা দাত্রী
তাও ভালো লাগে, রাত্রি আমার
তারই পথ চেয়ে, দিন করি পার।


কখনো হারাই, রাত্রির সাথ
সে আমার ভুল, নাই অজুহাত
রাত্রি জানে না, কাকে বলে ভুল
এই ভূবনের, অনন্য ফুল।


রাত্রি আমাকে নাম শিখিয়েছে
তমসী রজনী, আরো কত আছে
শিখেও নিয়েছি, নিশীথ যামিনী
যত শিখি, তত রাত্রিকে টানি।


রাত্রিকে পাশে রেখে, খুঁজে যাই
কী যে খুঁজি, তার হদিশ না পাই
কেন এই খোঁজা, স্পষ্ট জানিনা
এ মন কিন্তু উতলা হয় না।


সুবীর সেনগুপ্ত