অযথা না কথা বলাটাই যদি
গোমড়া মুখের পরিচয়
এমন মুখের সংখ্যাও তবে
সন্দেহাতীত বেড়ে যায়|


মুখটা পাল্টে যায় না কখনো
গোমড়া বা হাসিখুশী
অতি সামান্য পরিবর্তন
ভেবে নেওয়া হয় বেশী|


চুপ করে থাকা অন্যায় নয়
কেনই করা বিরক্ত!
সে তো করছে না কোনই নালিশ
কেন করা অভিযুক্ত!


গোমড়া মানেই অসন্তুষ্ট
ভাবাটাও ভুল নয় কি!
বলতেও পারো রাশভারী তাকে
হতেও পারেনা সেটা কি!


যদি মনে হয় কারো মুখ দেখে
ওই মুখটাতো গোমড়া
তা হলে কি ওই লোকটার সাথে
মিশতে যাবে না তোমরা!


মুখটা গোমড়া, সেটা তো উপর
অন্তরটাকে জানো কি!
সদর দেখে কি ভেবে নিতে পারো
অন্দর বড় হবে কি!


অসন্তুষ্ট আর রাশভারী
দুটোর একটা লোকটা
সেটা জানা যাবে কথোপকথনে
না হলে নিহিত শেষটা|


অন্তরটাকে জানো কি!