যায় না তো দেখা তাকে
চলে যায় এঁকে বেঁকে
দূর থেকে দূর বহুদূর...
দূর থেকে কাছে আসে
অনবরতই পাশে
তার ছোঁয়া অতি সুমধুর|


যায় না তো তাকে কেনা
সে তো সকলের চেনা
সাথী হয়ে থাকে চিরদিন...
তার কোনো দাবী নেই
আছে সব ঋতুতেই
তার মতো কেউ কি স্বাধীন!


যায় না তো পাওয়া বেশী
সে তো কারো নয় দাসী
সকলের তরে সে তো আছে...
আছে, তাই নেই ভয়  
দূরে গেলে সংশয়
ডাক না দিলেও থাকে কাছে|


যায় নাকি তাকে ছাড়া!
ছাড়লেই দিশাহারা
অচল হয়েও যাবে সব প্রাণ...
থাকে দিনে থাকে রাতে
সর্বহারার পাতে
সে তো বায়ু, অনুপম দান|


অনুপম দান