অযথাই খুঁজে সময় করছ নষ্ট
ভুল খুঁজে খুঁজে, পেয়েও যাচ্ছ কষ্ট|
এও কি জানোনা, ভুলকে খুঁজতে হয় না
ভুল সামনেই, না দেখেও থাকা যাবে না|


ভুল খুঁজে খুঁজে, করেই ফেলছ ভুল
দু-একটা ঠিক, তাও তো হচ্ছে প্রতিকূল|
হয়ে গেছ তুমি, ভুলের কুশলী ব্যক্তি
ভুলের অন্বেষণেই তোমার শক্তি|


তোমার নজরে, তোমার ভুল কি আসছে!
সেই ভুল নিয়ে, তোমার মন কি ভাবছে!
যদি ভাবে, তাতে মনোযোগ দেবে, নয় কি!
অন্যের ভুল দেখিয়ে, তোমার লাভ কি!


যে যার ভুলের দিকেই দিক না মন!
করুক না ঠিক, সব ভুল আচরণ!
সেটাই তো পথ, ভুল কমানোর জন্য
বারবার ভুল দেখলেই, ফল অন্য|


যুক্ত কর্মে, ভুল দেখানোই সমীচীন
যুক্ত স্বার্থ জড়িয়ে, এ কাজ নয় স্বাধীন
একে অপরের ভুল শুধরিয়ে কাজ
তাহলেই, দুটি স্বার্থে করবে সুখ বিরাজ|


ভুল ধরাটাই অভ্যেস হলে, হবে ভ্রম
এই ভ্রমটাই নিশ্চিত হবে পরিশ্রম
এই পরিশ্রম, সবটাই অপব্যয়
এসব জেনেও, ধরবে কি ভুল পুনরায়!


অন্যের ভুল খোঁজা নয়