আমার মনের সাথে কে আর করবে খেলা!
ঢুকতে চায় না কেউ, আমার মনের মাঝে
আমার মনের মাঝে, যা আছে তা আমি জানি
তাই নিয়ে খেলা কোরে, তৃপ্ত আমার মন|


আমার মনটা চায়, অন্য মনের ছোঁয়া
অন্য মন কি চায়, সেরকম কোনো কিছু!
আমার মনকে আমি, চালনা করতে পারি
কি ভাবে অন্য মন, করব অনুধাবন!


কার দয়া এ জগতে, গড়েই তুলেছে প্রাণ!
কোন দূরদর্শী সে, যে গড়েছে এই মন!
কার পরিকল্পনা, নিয়ে গড়া এই তন!
অবাক, অবাক আমি, খোঁজার নেই সাধন|


আমরা মানুষজন, প্রাণ মন তন মিলে
প্রতিটি মানুষ এক অনন্য প্রতিবেদন
দৃষ্টত শুধু তন, প্রাণ মন অনুভবে
এগুলোই যোগ করে, পেয়েছি এক জীবন|


অন্য মনের ছোঁয়া, খুব আছে প্রয়োজন
প্রয়োজন সকলের, শিশু থেকে বৃদ্ধের
এই যে স্পর্শ সেটা, খুশীর উপকরণ
এগিয়ে চলার পথে, আনন্দ বর্ষণ|


তোমার আমার মন, এক হওয়া সম্ভব
চেষ্টাতে ত্রুটি কেন, রাখবই বলো!
আছে কি তফাৎ কিছু, উভয় চাওয়ায়!
আরেক মনকে ছোঁয়া, নিশ্চয়ই যায়|


অন্য মনের ছোঁয়া