আর  তো কিছুই করতে হবে না
মরার জন্য বাঁচতে হবে না
শোনার জন্য সাধতে হবে না
এখন তো সব অর্থবিহীন|


খাওয়ার জন্য চাইতে হবে না
শোয়ার জন্য চিন্তা হবে না
ওঠার জন্য ভাবতে হবে না
আজ অবসর অন্তবিহীন|


জিনিস গুছিয়ে রাখতে হবে না
না পেলে ঝগড়া করতে হবে না
দেওয়াতে বাধাও বাধ সাধবে না
আজ নেই মনে ক্ষতি আর ঋন|


আঁকার জন্য রঙ লাগবে না
তুলির জন্য মন কাঁদবে না
ছবির জন্য কেউ বলবে না
ছবির ভাবনা ধরাতে বিলীন|


লেখার জন্য খাতা লাগবে না
পড়ার জন্য বই খুলবে না
দেখার জন্য চেয়ে থাকবে না
এ সব হয়েছে প্রয়োজনহীন|


আশার জন্য মন মানবে না
ভাষার জন্য মুখ খুলবে না
ঊষার জন্য ভোরে উঠবে না
আশা ও নিরাশা এখন স্বাধীন|


কাজের জন্য তাড়া আসবে না
কাজ না হলেও নালিশ হবে না
থাকার জন্য যত্ন হবে না
বাঁচাটাই আজ গুরুত্বহীন|


জন্মে তো ছিল বাঁচার জন্য
কাজ করেছিল করার জন্য
বাঁচা শেষ হলো মরার জন্য
অপেক্ষাতেই এক এক দিন|


অপেক্ষাতেই এক এক দিন|