দিয়েই চলেছে এতদিন ধরে
অপবাদগুলো ঝুড়ি ভরে ভরে|
তবুও করতে পারোনি জব্দ
কেন জানো! সব ছিল যে শব্দ|
গায়ে না লেগেই ছিটকে গিয়েছে
ভেঙে চুড়মার তখনি হয়েছে|
যা দিতে চেয়েছ, নিতেও চেয়েছি
নেয়ার আগেই সব হারিয়েছি|
তুমি যে দাওনি ভাল মন নিয়ে
অবাক হয়েছি, কিছুই না পেয়ে|
দিতে চেয়ে, তুমি অসফল হয়ে
থামতে চাওনি ভাবনা জড়িয়ে|
আরও অপবাদ নিয়েছিলে হরে
কাঁপা হাতে ছুঁড়েছিলে নিশানাতে|
নিশানাতে তীর লাগাতেই পারোনি
নিশানা মায়াবী, মাথায় ঢোকেনি|
যতবার তুমি জিৎ হারিয়েছো
ক্রোধ ভরে ভরে নিঃস্ব হয়েছো|
তুমি যে গোঁয়ার, খুব বুঝে গেছি
যে কেউ বুঝত, সেটাও মেনেছি|
কেন দিতে চাও শুধু অপবাদ!
কারো কি হবেই অপবাদে সাধ!
প্রবল একটা ইচ্ছে গড়েছ
অসার ইচ্ছে নিয়েই থেকেছো|
বুঝতে পারোনা, বুঝতে চাও না
কাছের লোক কি কিছুই বলেনা!
সময় মূল্যবান তা ভাবোনি
মনকে ছেয়েছে হিংসা, জানোনি|
এবার ছাড়োনা অপবাদ দেওয়া
ছেড়েই দ্যাখোনা জীবনের হওয়া|
অপবাদ নয়, দাও সাধুবাদ
মিথ্যে হলেও নেই প্রতিবাদ|
মানুষের মন ভালকথা চায়
মনে খুশী জাগে কথায় কথায়|
চিন্তা ধারাটা কিছু পাল্টাও
বাধাগুলো সব হবেও উধাও|
এসো, কাছে এসো, মনটাকে খোলো
হওনা বন্ধু, ভালো কথা বলো|
এখনো সময় যায়নি পেরিয়ে
সুস্থ ভাবনা ধরোনা জড়িয়ে!
সীমিত সময় অপচয় করে
পস্তাবে তুমি পরে অবসরে|
আজ থেকে হোক তোমারই জয়
অপবাদ হোক অতীতের ক্ষয়|