দেখছি তো আমি
মনোযোগ দিয়ে...
উড়ে এসে, ডালে
বসল পাখীটা...
ওই ডালেতেই
বসল কেন সে!
কি করে জানব
ওর ভাবনাটা।


পাখীর ভাবনা
পাখীটাই জানে...
আমি তো শুধুই
উপভোগ করি...
এ-ডালে ও-ডালে
বসে খেলা করে...
আমি বসে বসে
খেলি লুকোচুরি।


পাখী রোজ আসে
দেখি আমি রোজ...
ওর স্বাধীনতা
দেখে ভালো লাগে...
সকাল থেকেই
ওর ছুটোছুটি...
শেষ হয়, এসে
গোধূলির দাগে।


পাখী দেখে নাকি
কখনো আমাকে!
এই মনে জাগে
বহু আগ্রহ...
চাইবে কি হতে
বন্ধু বা সাথী!
জানি এই ইচ্ছা
অপূরণ মোহ।