গন্ধ বর্ণ কিছুই তো নেই
নেই ছন্দের কোনোই চিহ্ন
পৃথিবীর বুকে বেঁচে আছে সুখে
যদিও চেহারা জীর্ণ শীর্ণ|


দৈন্যের দাবী করতেই পারে
পারে করতেও কষ্ট সহ্য
বুঝতেও পারে ন্যায় অন্যায়
যদিও ওদের সব অন্যায্য|


তপন কাড়তে পারে না স্বপন
কারণ ওদের নেই কোনো তাড়া
সাজ সজ্জার থেকে দূরে থাকে
লাজ লজ্জাতে দেয় না তো সাড়া|


পেয়েছে ধৈর্য্য ওরা সীমাহীন
ভয়কে করেছে সহজেই জয়
এক লক্ষের নিশানায় ওরা
ভিক্ষার পাতে কিছু পেতে চায়|


ভিখ চেয়ে চেয়ে হয়েছে ভিখারি
মেনেছে ভাগ্য প্রতিবাদহীন
বিষাদ বিন্দু কোনোখানে নেই
সংখ্যা ওদের বাড়ে প্রতিদিন|


সংখ্যা বাড়ছে, বাড়ছে না দাবী
ওদের যে নেই কোনো অধিকার
কোনো নিয়মের সাথে জুড়ে নেই
তাই তো ওদের নেই সংসার|


পেট ভরানোই ওদের জীবন
তাতেই ওদের সব বিনোদন
কেন এর থেকে হবে বঞ্চিত!
মেনেও মানে না, আমার এ মন|


চাইবে ভিক্ষা, ওরা যে ভিখারি
ভিক্ষা চাইতে হয় না লাজুক
মনেও রাখে না কে দিলো ভিক্ষা
তাদের লক্ষে পেটটা ভরুক|


ওরা তো রাগে না কেউ না দিলেও
গালিও দেয় না, দূরে চলে যায়
ভিখারি হয়নি নিজ ইচ্ছাতে
আসেনি ধরাতে নিজ ইচ্ছায়|


কেউ দিলে দেবে, নইলে দেবে না
ক্ষিধে না মিটলে, দাবী করবে না
ওরা কি ভাবেই, কেন এ জীবন!
এ নিয়ে কারো কি, আছেই ভাবনা!