//ওরা প্রতারক, দুর্নীতি চায়//


চরিত্র তার, নয় সমাচার
এই সমাচারে, লাভ নেই তার
সে তো ধনে-জনে গণ্য মান্য
তাকে অমান্য, করে নেই পার।


এমন মানুষ, সমাজে সমাজে
মধ্যমনির, সাজেই বিরাজে
দান না করেও, হয়ে যায় দাতা
স্বার্থ বাঁচিয়ে, সম্মানে সাজে।


মাতব্বরীতে এরা ওস্তাদ
কাজের হিসেবে, হেরফের করে
যে কাজ করছি, তুমি আর আমি
সে কাজের মান, যায় ওর শিরে।


ছড়ি ঘোরাতেই, ওরা ভালবাসে
কোথায় কখন, সেটা বেশ জানে
উপরে উপরে, ভীষণ ভদ্র
ক্ষমতা, ওদের জীবনের মানে।


ওরা কি বুদ্ধিমান, না ধূর্ত!
দাপট নিয়েই, ঘোরাফেরা করে
পুষেও রেখেছে, কিছু তাঁবেদার
তারাই ওদের, প্রিপাত্র নজরে।


ওরা যে কেমন, সকলেই জানে
জানলেও, কিছু বলতে পারে না
বলবে কি করে! ভয় বাধা দেয়
কেউ যে শংকা, জড়াতে চায় না।


ওরা ভালবাসে, হতে সমাচার
সমাচার হলে, হয় যে প্রচার
খবর দিয়েই, কাটে সত্যকে
মিথ্যে দিয়েই, চলে কারবার।


চরিত্র নেই, তবু সমাচারে
ন্যায় আর নীতি, রাখে ওরা দূরে
ওদের, ধন আর মান হারায় না
ওরা করে রাজ, ওদেরই সুরে।


ওরা প্রতারক, দুর্নীতি চায়
মাড়াতে চায় না, সুনীতির ছায়া
আলো নয়, ওরা ভালবাসে কালো
ওদের জীবনে, টাকা শুধু মায়া।


সুবীর সেনগুপ্ত