ওরাই তো চাষী।
        ।।সুবীর সেনগুপ্ত।।


অভিধান খুলে
দেখে না তো কিছু
বই খুলে কিছু পড়ে না...
কাজ করে যায়
শুধু মাঠে ঘটে
জ্ঞানী বলে কেউ মানে না।


জ্ঞান নেই তবে
কি করে ফলায়
ফসল ধরার বক্ষে!
বৃষ্টিতে ভেজে
রৌদ্রেও পোড়ে
অটল থাকেও লক্ষে।


ওরা যত জানে
পৃথিবীর বুক
তার সিকি ভাগ জানিনা...
ওদের তৈরী
ফসলেই বাঁচি
জ্ঞানী সাজতেও ছাড়িনা।


যে কাজ করেই
ওরা বেঁচে থাকে
তার যদি হয় শেষ...
জ্ঞানীরা থাকবে
জগতে কি বেঁচে
জ্ঞানের পাহাড়ে বেশ!


ওরা চাষ করে
ওরাই তো চাষী
দেয় খাদ্যের ভান্ডার...
ওরা জ্ঞানী নয়
বলি যে কি করে
সেটাই ভাবছি বারবার।


জ্ঞান আসে না তো
শুধু বই থেকে
অথবা খুলেই অভিধান...
ওদের দেখেই
খুব বুঝে যাই
অভিজ্ঞতার কি যে মান!