//অসার চিন্তায় পূর্ণচ্ছেদ//


প্রয়াস তো নেই করব প্রহার
বিবেক ভুলে
কিংবা নিয়ে রাখব মাথায়
দোহাই তুলে।


করব সেটাই মন যা বলে
সময় কালে
সরিয়ে রেখে চাওয়া পাওয়া
অন্তরালে।


হৃদয় জুড়ে থাকবে মেতে
আনন্দ তান
ভুলব বিচার কাজের সময়
জীবনে প্রাণ।


ধীর মেজাজের সঙ্গে থাকব
অনন্ত দিন
বিষণ্ণতা দূরেই রাখব
বাজিয়ে বীণ।


মস্ত কিছু রাখব না তো
মাথার মধ্যে
ব্যস্ত রাখব আমার এ মন
সকাল সন্ধ্যে।


জীবন বনে সবাই তো জীব
নেই প্রভেদ
অসার চিন্তাগুলোর হবে
পূর্ণচ্ছেদ।


সুবীর সেনগুপ্ত