বৃত্তের চারপাশে
ভালবাসা বেশ হাসে
ডাকলে, ঘুরতে থাকে সমানে
বৃত্তের পরিধিতে
কখন কোথায় থাকে
জানাও যায় না অনুমানে।


ভালবাসা কেন ঘোরে
বৃত্তের চারিধারে!
ধরলে সরলরেখা, ক্ষতি কি!
সেটাই তো জিজ্ঞাসা
উত্তরও নয় ঠাসা
ভালবাসা রহস্য, বলব কি!


সরলরেখার পরে
ভালবাসা যদি থাকে
তাহলে কি ধরা দেবে সহজে!
দেবে না দেবে না ধরা
দিলেও তা ছাড়া ছাড়া
আসবে ও যাবে সে তো গরজে।


ভালবাসা ভালবাসা
কেন করো যাওয়া আসা
স্থির হতে তোমার কি কষ্ট!
মানুষ তোমাকে চায়
নিজেদের সীমানায়
করোনা পূরণ সেই অভীষ্ট।


যেটাই তোমার পথ
তাতেই চলুক রথ
হারিয়ে যেওনা চিরতরে
ঘুরে ফিরে এসো পাশে
থেকে যেও নিঃশ্বাসে
যেতে হয়, চলে যেও পরে।