//অসূয়ক শাসক//


প্রতিবাদ ভুল, প্রতিরোধ ভুল
ভুল দাবী নিয়ে করছ বিরোধ
এ তো শাসকের গত মারা কথা
যাতে ফুটে ওঠে ক্ষমতার বোধ।


শাসকের কাজ ভুল হয় নাকি!
যদি ভুল হয়, কেউ বলবে কী!
যদি বলে ফেলে, তাহলে বিপদ
তাই থাক প্রতিবাদ সব বাকী।


শান্তি কী নয় জীবনের ধন!
এই ধন হয় খুব প্রয়োজন
মতে মত মেলালেই তো শান্তি
কেন করা প্রতিবাদ আয়োজন!


জনতা থাকবে সাধারণ হয়ে
এই ধারণাতে শাসক জড়িয়ে
জনতার চাওয়া শাসকের রোষ
শাসক দেবেই বিরোধ দাবিয়ে।


ক্ষমতাকে পাওয়া দুর্গম কাজ
পেয়েছি ক্ষমতা, করবই রাজ
রাজা নই, তবু রাজার মতনই
অমানবিক হতে নেই লাজ।


প্রতি স্থানে আছে একজন রাজা
হয় রাজনেতা, নয় অধিনায়ক
কিংবা দলপতি বা প্রধান
তাঁর কথা শেষ কথাতেই ছক।


বাহুবলী নেতা বাহুবলে চলে
শাসক তো হয় জনতার বলে
ন্যায়সঙ্গত ক্ষমতার জোরে
সর্বদা হাওয়া শাসকের পালে।


প্রতিবাদ প্রতিরোধ থাকবেই
গ্রাহ্য না করে চলবে শাসক
শাসকের হাতে সুস্পষ্ট সময়
দেখাবেই সে তো শাসনে ঝলক।


উপায় কী তবে চুপ করে থাকা!
একদম চুপ কখনোই নয়
প্রচারের মাঝে থাকতে হবেই
জনতার রোষ গড়াতেই জয়।


সুবীর সেনগুপ্ত