//অতীত কেবলই চিন্হ//


অতীত ডাকে না
ডাকার নেই যে পথ
এই মনটাই ডেকে যায় শুধু
তাতে দিয়ে যাই সাড়া এ যাবত।


অতীত কি করে ডাকবে বলো তো!
যা কিছুই আছে অতীতের ঘরে
সব কিছুই তো মৃত।


অতীত কিছুতে ডাকতে পারেনা
আমরাই ডাকি অতীতকে।
বারেবারে পেতে চাই
অতীতের সঙ্গ...
আমরা যে বড় নিঃসঙ্গ।


ডাকতে চাইলে, ডাকোনা অতীত
এটা তো তোমার নিজের ব্যাপার
ডাকার জন্য কেউই দেবেনা ইঙ্গিত।


ডেকে ডেকে যদি খুশী হও তুমি
তোমার অতীত, তুমিই ডাকবে
আর সেই ডাক, সফলতা পাবে।


ডাকবেই নাকি সব অতীতকে!
এও তো তোমার ভাবার বিষয়
মানাতেই হবে এই মনটাকে
কিছু অতীত হবে বিষাদময়।


অতীত মানেই, সব কিছু স্মৃতি
আছে সকলের, থাকে অগোচরে
ডাকলেই হয়, নেই কোনো রীতি।


তোমার আমার সবার অতীত ভিন্ন
ভিন্ন স্বাদের সুখ দুখ মিলে
অতীত কেবলই চিন্হ।


অতীতকে চাই, আজ অবসর জীবনে
প্রয়োজন মতো, আনবই ডেকে
নিতে অনুভূতি পরানে।


সুবীর সেনগুপ্ত