//অতি আদরের ধন এই মন//


করা যায় না তো, মনটাকে খালি
আসতে থাকছে, ভাবনা কেবলই
কোন ভাবনাটা, কখন যে আসে!
কখন যে যায়, মনের ওপাশে!


দুস্থ সুস্থ ভাবনা সমূহ
চাই বা না চাই, প্রিয় অপ্রিয়
প্রিয় হলে, এই মনে আসে খুশী
অনুপ্রেরণায়, কাজ হয় বেশী।


ডুবে যাওয়া যায়, এক ভাবনায়
জুড়ে দিয়ে মন, সেই ভাবনায়
ডুবে থাকা যায়, সেই ভাবনাতে
সেটা করা যায়, গূঢ় ইচ্ছাতে।


ভাবনাকে, পথ দেখাবার তরে
রাখি মনটাকে, দৃঢ়তার ঘরে
খুলে যায় দ্বার, চলা পায় গতি
জীবন এগিয়ে যায় রাতারাতি।


সবাই একটা, মনের মালিক
মন লাগালেই, কাজ হয় ঠিক
অক্ষীণ মন, খুব প্রয়োজন
অবশ্য চাই, মনের যতন।


মনের গঠন, সে তো প্রহেলিকা
মন সাথে সাথে, মন একা একা
হলেও জীবন স্পর্শকাতর
মন নিশ্চিত, আদরের ধন।


সামলে রাখার জন্যই মন
লাগাম ছাড়লে, কাঁদাবেই মন
ভালবাসলেই, সাথে অনুক্ষণ
এ জীবন মন, মনটা জীবন।


সুবীর সেনগুপ্ত