যাচ্ছে দূরে অতীত গুলো
যাচ্ছে দূরে সময়
আসছে কাছে নতুন আলো
ধরছি মনের কোণায়|


ঘটছে যত ঘটনা গুলো
গড়েও তুলছে খুশী
কিছু আবার দিচ্ছেও দুখ
কম বা বেশী রাশি|


হচ্ছে শুরু দিনগুলো সব
ডাকছে ঊষার লাল
আসছে সকাল বিকেল সন্ধ্যে
রাত্রি তুলছে পাল|


ক্ষনের অতীত দিনের অতীত
অতীত বছরের
থাকছে অল্প মনের মধ্যে
তাই তো স্মরণের|


স্মৃতির রোমন্থন এর জন্য
পাচ্ছি কোথায় সময়!
স্মৃতির বোঝা হচ্ছে বৃদ্ধি
সব কি অপচয়!


চাই কি স্মৃতি! সেটাই ভাবনা
পাচ্ছি না নির্ণয়
ধাঁধাঁর জীবন সব হেঁয়ালি
সময় বিনিময়|  


নতুন আলোর মধ্যে জীবন
তাতে অতীত নেই
স্মৃতির জন্য কেন পাগল
হই যে অজান্তেই!


গড়বে অতীত, এ তো নিশ্চিত
চলেও যাবে দূরে
ভাবনা কেন অতীত নিয়ে!
এইক্ষণ বাঁচার তরে|


অতীত নিয়ে ভাবনা কেন!