নাম এর সঙ্গে জুড়োনা আমায়
ভালবাসতেই চেয়েছিলে শুধু
ভালবাসা আমি দেব তো বলেছি
কেন বদলাতে হবে নাম, বলো!


ভালবাসা, শুধু ভালবাসা হয়
মিশিয়ে দিয় না, তার সাথে নাম
মেলাতেই যদি চাও, তো মেলাও
কেবল মনকে, তুমি অবিরাম|


নাম তো সবার, থাকেই একটা
নাম ছাড়া, এই জীবন হয় না
প্রতি জীবনের, প্রথম দিনেই
এসে যায় নাম, ভুল তো হয় না|


প্রথম দিনের, নাম থেকে যায়
শেষের দিনেও, যাওয়ার সময়
সে নাম কি নয়, জীবন সঙ্গী!
প্রকৃত সঙ্গী, বদলে কি যায়!


ভালবাসা, শুধু আমার তো নয়
তুমি ভালবাসো আমাকে, তাই তো!
তুমি কি তোমার, নাম বদলাবে!
এই অভিমত, ভেবেই দ্যাখো তো|


ভালবাসা নেই, নামের মধ্যে
নেই রূপ জুড়ে, নেই তো অঙ্গে
ভালবাসা আছে, মনের গভীরে
যাও না ভেসেই, মন তরঙ্গে|


আমার স্বত্বা, আছে আমাতেই
নাম পারবে না, সেটা বদলাতে
ভালবাসা হল, অতুলন ধারা
মিশতেই হবে, এ ধারার সাথে|