না দিলে পাবো না, এই শেষ কথা
এর পরে আর, কি আছে বলার!
পরে যদি দিতে চাও, তবে আমি
নেবো কি নেবো না, আমার ব্যাপার|


বদলে দিচ্ছ, ক্ষণে ক্ষণে মত
খুঁজবই কেন, কি এর কারণ!
তোমাকে নকল, করব না আমি
বদলে দেব না, আমার জীবন|


না পেলে, পাবো না, এটাই ভাবনা
এই ভাবনাতে, শুদ্ধ ধারণা
করব না আমি, পাওয়াকে মুখ্য
দুঃখেও, এই মন ভরব না|


প্রতিক্ষণে পাওয়া, বিড়ম্বনাই
অন্য কাজের, সময় হারাবে
কখন ভাবব, কখন লিখব!
নির্মল খুশী, কি ভাবে আসবে!


দিলে পাবো, মানে নির্ভরতাই
উদগ্রীব হয়ে, করো অপেক্ষা
এমন জীবন, মানতে পারিনা
যে জীবনে আছে, থেমে থাকা নাও|


যেটা অধিকারে, দিতেই তো হবে
পাওয়ার জন্য, হবে না কাঙাল
যেটা দয়া করে, দেবে তা চাই না
দয়া নয় সুস্বাদু, সে তো ঝাল|


করে নিতে হবে, পাওয়া অর্জন
তবেই তো পাওয়া, হবে প্রকৃত
উদারতা, দয়া, নয় অনুগ্রহ
সে সব পাওয়া কি, হবে স্বীকৃত!


পাওয়া অর্জন|