তোমার আমন্ত্রণে জেগেছিল উৎসাহ
শক্তি জুগিয়েছিল প্রেরণা
আজ তুমি জাগিয়েছ নিরাশার ভাব
পাল্টে গিয়েছে সব ধারণা|


আজ তুমি নও সেই আগের মতন
শিখে গেছো যত সব কৌশল
না চেয়েও পেয়ে যাও প্রয়োজনগুলো
গড়তে চাও না তাই কোনো দল|


আজ তুমি যাই হও, তুমি তো আমার নও
আমিও চাই না কথা বলতে
আমি চাই চলে যাও আমার জীবন থেকে
নব প্ররণাতে চাই ডুবতে|


তোমার আমন্ত্রণে খুশী ছিল নিশ্চিত
কিন্তু তা আজকে বিষয় নয়
তোমার যা রূপ আজ, সেটা নয় কাঙ্খিত
দিতে চাই তাই তো বিদায়|


তোমার চাওয়াতে আছে শুধু পরিবর্তন
এত ঘন ঘন নয় কাম্য
খুঁজে নাও সেই জন, ঠিক তোমার মতন
তোমার জীবন হবে রম্য|


আর অনুমতি নয়, সহানুভূতিও নয়  
আজ হবে আমাদের বিচ্ছেদ
ভালবাসা ভুল নয়, নির্ণয়ে ছিল ভুল
পারে না থাকতে বিচ্ছেদে ক্ষেদ|