//পেয়েছি খুশীর নতূন ঠিকানা//


কি জানব আর, কি জানব না
সেটাই তো ঠিক করতে পারি না
যা যা সাধারণ জানবার আছে
সকলেই জানে, আমারও তো জানা।


সাধারণ জ্ঞান সরিয়েই দেখি
সে এক জগৎ, কিছুই জানি না
জানবার অভিলাষ হয় মনে
শুধু অভিলাষ জানতে দেয় না।


যা জানতে চাই, সবই দুরহ
জানা আরম্ভ করাই যায় না
না বুঝে জানব, বৃথায় প্রয়াস
মুখস্ত করে জানাও যায় না।


বেঁচে থাকবার জন্য যে জ্ঞান
তা তো মোটামুটি হয়ে গেছে জানা
আরো কিছু যদি নাও জানি, তবে
সুনামি প্লাবন ছুটে আসবে না।


নতূন জানার কী হবে কারণ!
শুধুই কি অভিলাষ আর বাসনা!
অন্য কারণ আছে কি লুকিয়ে!
জানলেই ভালো, কোথায় ধারণা!


এটা ওটা সেটা, চিন্তাতে আনি
সংগত কোনো কারণ পাই না
অকারণে যদি নতূনকে জানি
এই জ্ঞান থেকে ক্ষতি তো হবে না।


অজানার ঝুলি, যার নেই পরিধি
সেখানে হারানো কঠিন হয় না
এক অজানাকে যেই না ছুঁয়েছি
মনে ঠেলা দেয় আর এক অজানা।


অজানা জানার মুখ্য উপায়
বাছতেই হবে একটি অজানা
অসম্ভব এই বাছাবাছি খেলা
না বেছে নিলাম, হয়ে গেল চেনা।


যা সামনে পাই, তাই জেনে নিই
কোনো প্রক্রিয়া মানতে চাই না
জ্ঞান এসে গেলে, অনুভব করি
এটাই খুশীর নতূন ঠিকানা।


সুবীর সেনগুপ্ত