থাকব বেঁচে, তাই কি হয় যথেষ্ট!
প্রথম পদক্ষেপটা বাঁচা
পরের গুলো মনের মধ্যে স্পষ্ট|


একটা পদক্ষেপ কি শরীর বৃদ্ধি!
না, না, এ তো সহজ লভ্য
বাড়বে সবাই না থাকলেও বুদ্ধি|


বলতে শেখা, হবে কি পদক্ষেপ!
শুনে শুনেই বলতে শেখা
যে পারে না বলতে, তা তো আক্ষেপ|


লিখতে পারা, শিখেই এ কাজ হয়
বলতে পারি এটা পদক্ষেপ
আর এই পদক্ষেপটা গুণময়|


পড়াও তো ঠিক লেখার অনুরূপ
শিখতে হবেই পড়তে গেলে
এই পদক্ষেপ নিশ্চিত অপরূপ|


দৌড়ানো আর হাঁটা, পদক্ষেপ নয়
যেমন যেমন শরীর বৃদ্ধি
এই দুই কাজ সেই অনুপাতে হয়|


দেখব, শুনব, শিখতে কি আর হয়!
চোখ আর কান থাকেই সবার
দেখতে শুনতে কোনো চেষ্টার নেই ক্ষয়|


খাওয়ার জন্য বাঁচতে হবে নাকি!
খেতেই হবে বাঁচার জন্য
খাদ্য জোগাড়, এক পদক্ষেপ বৈ-কি!


পদক্ষেপ তো নিতেই হবে প্রচুর
মূলগুলো যৌবনেই শুরু
আয় এর জন্য পা রাখতে হয় দূর|


অর্থ পেয়েই জীবন হয় না শেষ
আলাদা এক বাসস্থান চাই
আর এই পদক্ষেপ হলো বিশেষ|


কোথায় চলে জীবন এক নিয়মে!
এক এক করে বাড়ে পদক্ষেপ
জীবন ওলট পালট অনিয়মে|


পদক্ষেপ