পণ করেছে, আর নয় পণ


আমার এ মন করেছে পণ
থাকবে না আর রণের পথে
পেলে আসন, বসবে তখন
নইলে বসবে, দুই পায়েতে।


করেছে পণ, ধরবে না হাত
যে হাত সদাই, চাইছে পেতে
রাখবে দূরে, ঘাত প্রতিঘাত
ভাসবে, ভালোবাসার স্রোতে।


পণ করেছে, থাকবে শান্ত
অশান্তিকে দেবে না স্থান
রুখবে গতি, হলেই ক্লান্ত
ভ্রান্ত যেটাই, করবে প্রমাণ।


পণ করেছে, করবে সে কাজ
যে কাজ আনবে, অনন্দবান
রাখবে ধরে, সমান মেজাজ
দেবেই কাজকে, সব সন্মান।


করেছে পণ, বলবে না তো
অনেক কথা, অনাবশ্যক
কিন্তু বলবে, ছাড়বে না তো
জাগবে যখন, কথার সূচক।


পণ করেছে, ভাঙবে না পণ
রাখার যোগ্য যে পণ, করবে
কথায় কথায় করবে না পণ
পণ না করে, কথাই রাখবে।


পণ করেছে, আর নয় পণ
সরিয়ে দেবে, পণ প্রয়োজন
সাহায্য হাত, বাড়িয়ে দিয়ে
কাজেই দেবে, সঁপে জীবন।


সুবীর সেনগুপ্ত