//পড়া বা না পড়া, কবি লিখবেই//


কেউ কি কবিতা মন দিয়ে পড়ে!
হয়ত বা শোনে স্বার্থ বাঁচাতে
তা বলে কি নেই একজনও লোক
যাঁর ইচ্ছাতে কবিতায় ঝোঁক!


প্রাণ দিয়ে ভালবাসতে দেখেছি
দেখেছি গল্পে অতি আগ্রহ
উপনাস্যেও ডুবে যায় লোক
কতজন রাখে কবিতায় চোখ!


নিশ্চয়ই আছে কবিতার প্রেমী
এতে সন্দেহ রাখছি না আমি
আমি কবিতার অরি তা ভেবো না
বিভীষণ হতে কখনো চাই না।


কবিতা লিখছে, লিখছে কাহিনী
যে পারে লিখতে, সেই গাঁথে কথা
কেউই করে না শিখে এই কাজ
যে লেখে না তার নেই মাথাব্যথা।


লেখা এসে যায় সহজাত ভাবে
কে এই ভাব এর অধিকারী ভবে!
সকলে হাঁটছি, বলছিও কথা
লেখাতে কেন যে শুধু কিছু মাথা!


লেখা নিয়ে আছে বৈষম্য সমাজে
কারো ভাললাগা লেখাতে বিরাজে
কেউ ভালবাসে শুধুই পড়তে
এ নিয়ে হয় না তর্ক ধরাতে।


কার কীসে মন, কে কীসে দক্ষ
ব্যবহারে ফুটে ওঠে সেই লক্ষ্য
প্রতি মনে আছে বিগলিত ধারা
এই ধারাতেই খুশীর ফোয়ারা।


কে পড়বে আর, কে যে পড়বে না
কে ছবি আঁকবে, কে যে আঁকবে না
প্রবণতা বীজ রোপণ হয়েছে
সেই বীজ থেকে হয়ে যায় জানা।


কবির শরীরে লেখার যে বীজ
সেই বীজ থেকে ফুটছে কবিতা
কবে কতজন পড়ল কবিতা!
কবি কি রাখেই হিসেবের খাতা!


সুবীর সেনগুপ্ত