গড়ানো জীবন ছাড়ে না।
।।সুবীর সেনগুপ্ত।।


টাকা নেই, তাই খ্যাতি নেই
খ্যাতি নেই, কেউ মানে না
ফেলনা হয়েছে তাই সে
কিন্তু ফেলেও দেয় না


ভাব নেই, তাই কবি নয়
কবি নয়, লিখে রাখে না
সাধারণ থেকে গেছে সে
জীবন থেমেও থাকে না।


চাকা নেই, তাই গাড়ী নয়
গাড়ী নয়, কেউ চড়ে না
পড়ে পড়ে জং লাগে তো
তবুও বেচেও দেয় না


ডানা নেই, তাই পাখী নয়
পাখী নয়, খুঁটে খায় না
ভালো করেই তো খেতে চায়
তেমন করে তো পায় না।


ভাষা নেই, ভালবাসা নেই
সেটা নেই, তাই খুশী নয়
ভালবাসা চায়, পায় না
ভালবাসাহীন দিন যায়।


আশা নেই, তাই দুখী নয়
দুখী নয়, তাই চায় না
না চেয়েও দিন কেটে যায়
কিচ্ছু মনেও হয় না।


রাগ নেই, তাই রাগী নয়
রাগী নয়, রেগে যায় না
রাগ ছাড়া চলে এ জীবন
ঝগড়া কলহ আসে না।


শুরু নেই, তাই শেষ নেই
শেষ নেই, কাজ হয় না
বিনা কাজে ভুল কে খোঁজে
দোষারোপ কোনো আসে না


প্রাণ আছে, তাই বাঁচা হয়
বাঁচার কারণ জানে না
জানেনা, তাই তো ভাবলেশ
গড়ানো জীবন ছাড়ে না।